কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় অটো রিকশাকে সাইড দিতে গিয়ে ছানোয়ার হোসেন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে উপজেলার মদন-ফতেপুর সড়কে পরশখিলা বাজার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ছানোয়ার উপজেলার তিয়শ্রী ইউনিয়নে বাগজান গ্রামের মৃত নুর উদ্দীনের ছেলে। তিনি ঢাকায় পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়িতে আসেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছানোয়ার তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বেড়াতে বেন হন। মদন-ফতেপুর সড়কের পরশখিলা বাজার মোড় এলাকায় অটোরিকশাকে সাইড দিয়ে গিয়ে তিনি পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলের দিকে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যে মারা যান ছানোয়ার।
মদন থানার ওসি ফেরদৌস আলম এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।