দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইউরো কাপ, কোপা আমেরিকা কাপ শেষ হওয়ার পরই শুরু হয়েছে টোকিও অলিম্পিক। দ্রুতই শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ, বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজ শেষ হলেই শুরু হবে আইপিএল। এরপর আবার টি-২০ বিশ্বকাপ।

ফলে আগামী কয়েক মাস ক্রীড়াপ্রেমীদের ভালো সময় যাবে। কারণ খেলার পর খেলা। তবে এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপ নিয়ে যেন পারদ চড়ছে সবচেয়ে বেশি। আর এরই মধ্যে বেশ কিছু ক্রিকেট খেলিয়ে দেশের সাবেকরা টি-২০ বিশ্বকাপ নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন।

সম্প্রতি আসন্ন টি-২০ বিশ্বকাপ কে জিতবে, তা নিয়ে বড় দাবি করে বসলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তিনি স্বাভাবিকভাবেই নিজের দেশকে এগিয়ে রাখলেন। তার দাবি, আসন্ন টি-২০ বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে হারিয়ে কাপ ঘরে তুলবে বাবর আজমের পাকিস্তান।

 

শোয়েব আখতার বলেছেন, আমি জানি বিরাট কোহলির ভারতীয় দল প্রচণ্ড শক্তিশালী। টি-২০ ক্রিকেটে ভারতকে হারানো কঠিন কাজ। তবে টি-২০-তে পাকিস্তানকেও অবহেলা করা যাবে না। আমাদের দল ছোট ফরম্য়াটে যথেষ্ট শক্তিশালী।

তিনি আরও বলেন, দুবাইয়ের প্লেয়িং কন্ডিশন ভারত ও পাকিস্তান, দুই দলকেই সহায়তা করবে। কিন্তু ফাইনালে ভারতকে হারিয়ে কাপ নিয়ে ফিরবে পাকিস্তান। এ ব্যাপারে আমি নিশ্চিত।

এদিকে, শোয়েব আখতারের এমন দাবির পরই ভারতীয় সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করা শুরু করেছেন। তাদের দাবি, বিশ্বকাপে পাকিস্তান কিন্তু ভারতের মুখোমুখি হলেই হারে। সেটা কি আখতার ভুলে গেছেন?

৫০ ওভারের ম্যাচ হোক বা টি-২০, আজ পর্যন্ত পাকিস্তানের কাছে বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি ভারত। তবে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। আখতার এখনও সেই জয় থেকেই আশার আলো দেখছেন।

তবে বিশ্বকাপে শেষবার পাকিস্তানের সঙ্গে সাক্ষাতেও ভারতীয় দল জিতেছিল। সেটিও কিন্তু আরও একবার শোয়েব আখতারকে মনে করিয়ে দিয়েছেন ভারতীয় সমর্থকরা। তবে শোয়েব আখতার সেসব দাবিকে পাত্তা দেননি। তিনি নিজের দাবিতে তিনি অনড়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version