আবদুল হান্নান, ভোলা :
সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন বিধিনিষেধ আজ শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়ে গেছে।
লকডাউনের প্রথম দিন আজ শুক্রবার সকাল থেকে ভোলার ইলিশাঘাটে ছিলো চট্টগ্রাম ও ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়।
বেলা বাড়ার সাথে সাথে ঘাটে শত শত যাত্রীর উপস্থিতি দেখা যায়। ফেরি এলে এক সময় যাত্রীরা হুমড়ি খেয়ে ফেরিতে উঠে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যে যাঁর গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
আজ শুক্রবার (২৩জুলাই) ইলিশাঘাটে গিয়ে দেখা যায়, সকাল ১১টায় ইলিশাঘাট থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি কনকচাঁপায় প্রায় হাজার যাত্রী ছিল।
ঘাটে থাকা গণপরিবহন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধার মুখে পড়ে একপর্যায়ে হুমড়ি খেয়ে ফেরিতে উঠেছেন যাত্রীরা।
যাত্রীরা বলছেন, ঈদের আনন্দ উপভোগ করে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন তাঁরা। সঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারানোর ভয় করছেন তাঁরা।
যাত্রীরা জানান,লকডাউনের কারণে ঈদের ছুটি থাকতেই কর্মস্থলে ফিরে যেতে হচ্ছে। যেহেতু কোনো গণপরিবহন খোলা থাকবে না এবং অফিস খোলা থাকবে তাই আমাদের বাধ্য হয়ে ফিরতে হচ্ছে কর্মস্থলে।
ঘাটে থাকা আইনশৃঙ্খলা বাহিনী যাত্রীদের
বাঁধা দিলেও এক পর্যায়ে যাত্রীরা হুড়াহুড়ি করে দৌড়ে ফেরিতে উঠে যায়।