মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় কোরবানি করার সময় গরুর লাথিতে নূরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায় নুরুল ইসলাম শেরপুর মির্জাপুর গ্রামের হোসেন আলী ছেলে। তিনি প্রায় ৩০ বছর হলো বি-ব্লক এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, সকাল ১০ টার সময় বি-ব্লক এলাকায় প্রতিবারের নেয় আজকেও সবার সঙ্গে গরু কোরবানি করার জন্য বাড়ি হতে বের হন নূরুল ইসলাম। এ সময় হঠাৎ গরুটি তাকে লাথি মারে। এতে করে নুরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।
আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, নুরুল ইসলামের তলপেটে গরু লাথি মারায় অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলেও পরে নুরুল ইসলাম মৃত্যুবরণ করেন।