কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের পর সাগর মিয়া (২১) নামে প্রতিবন্ধী এক যুবকের লাশ পাওয়া গেল গুনাই নদীতে। সাগর মিয়া উপজেলার বড়খাপন ইউনিয়নে উদয়পুর বাজারে কাপড় ব্যবসায়ী মনজুরুল হক মঞ্জিলের বড় ছেলে।
সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কলমাকান্দা থানা পুলিশ। গুনাই নদীতে থেকে উদ্ধার হওয়া ওই প্রতিবন্ধী যুবকের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিতে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ব্যস্ত ছিল পুলিশ।
বড়খাপন ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম. হাদিছুজ্জামান হাদিছ জানান, সাগর মিয়া শারীরিক প্রতিবন্ধী এবং সে সমাজ সেবা থেকে একজন প্রতিবন্ধী ভাতা উপকার ভোগী।
জানা যায়, সাগর মিয়া শারীরিক প্রতিবন্ধী থাকায় লাফিয়ে লাফিয়ে হাঁটতো। গত রবিবার (১৮ জুলাই) বিকেল থেকে তাকে বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিল না। নিখোঁজের পর রাতে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুজির শুরু করে পরিবারের লোকজনসহ স্বজনেরা। এক পর্যায়ে ওই দিন দিবাগত রাত ১টার দিকে উদয়পুর বাজারের দক্ষিণ পার্শ্বে গুনাই নদীতে সাগরকে ভাসতে দেখে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) শফিকুলসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।