ওয়ানডের ইতিহাসে বিরল রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার সিমি সিং। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে আটে নেমে সেঞ্চুরির এটিই প্রথম ঘটনা। যদিও ম্যাচটি তার দল হেরেছে ৭০ রানে। তবে সে হার ছাপিয়ে এখন আলোচনা বেশি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত সিমির রেকর্ড নিয়েই।
ডাবলিনে শুক্রবার তৃতীয় ম্যাচে আটে নেমে ৯১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন আইরিশ অফ স্পিনিং অলরাউন্ডার সিমি সিং। এর সঙ্গে বিশ্বরেকর্ডে নিজের নাম লিখে ফেললেন সিমি। সিমিই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান, যিনি ওয়ানডে ক্রিকেটে আট নম্বরে বা তার নিচে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আটে ব্যাট করেছেন ৯১৯ ক্রিকেটার।
আটে নেমে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যাওয়া ক্রিকেটার আছেন বেশ কয়েকজন। পাঁচ বছর আগে ৯৫ রান করে আউট হয়ে যান ক্রিস ওকস। গত মার্চেও ৯৫ রানের সেঞ্চুরি বঞ্চিত হন স্যাম কারেন।