জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ১৫৫ রানের পবর্তসমান জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা জয়ের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যায় তামিম বাহিনী।
রবিবার (১৮ জুলাই) হারারেতে দ্বিতীয় ওয়ানডে জয় পেলে শুধু সিরিজই নিশ্চিত হবে না টাইগারদের, কোনো দেশের বিপক্ষে নিজেদের টানা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হবে। জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেই পর পর ১৭টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের ধারা অব্যাহত রেখে আজ সিরিজ জিতলে দেশটির বিরুদ্ধে টানা ১৮ জয়ের রেকর্ড গড়বেন তামিমরা।
সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও টস ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল না। যথারীতি দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য বাংলাদেশের বিপক্ষেই থেকেছে। সিরিজের দ্বিতী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর।
হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারছেন না দলের নিয়মিত পেসার মুস্তাফিজুর রহমান। উইনিং কম্বিনেশন ধরে রাখতে বাংলাদেশ আগের ম্যাচের দল নিয়েই লড়ছে সিরিজ জয়ের লক্ষ্যে।
টস হেরে প্রথমে বোলিং করতে নেমে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন ওপেনার তিনাশে কামুনহুকামুইকে। ওভারের শেষ বলে পয়েন্টে দাঁড়ানো আফিফের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রানে বিদায় নিলেন কামুনহুকামুই।