দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তরণী কান্ত সুমন, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা হাড়িয়ার কুটি ইউনিয়নের যমুনেশ্বরী নদী হতে প্রহমান কাশিয়াবাড়িহাট নদীর সেতু সংলগ্ন প্রায় ২০০মিটার দূরে নদীতে জেগে উঠা বালুর চড় কুচুরিপানার মধ্যে আটকা থাকা নদী থেকে ভেসে আসা সেলোয়ার কামিজ পরিহিত ২৫-৩০ বছরের এক অজ্ঞাত নামা নারীর মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানার পুলিশ। গতকাল ১৬ জুলাই শুক্রবার ঘটনাস্থল সরেজমিন করে দেখা যায় নদীর দুই কূলে উপচে পড়া মানুষের ভিড় মরদেহটি এক নজর দেখার জন্য। কিন্তু মরদেহটি অর্ধগলিত হওয়ায় কেউ তাকে চিনতে পারেনি। অনেকের ধারনা এটা দুর থেকে ভেসে আসা অর্ধ বয়সী নারী বা কোন যুবতীর মরদেহ। মরদেহটি সম্পর্কে জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন -“মরদেহটি যমুনেশ্বরী নদীতে ভেসে আসছিলো এবং নদীর চড় কুচুরিপানার মধ্যে মরদেহটি আটকে যায় অনেকের ধারনা। আনুমানিক দুপুর দুই টার দিক স্থানীয় এলাকাবাসিরা মরদেহটি দেখতে পান এবং ঘটনাস্থলে স্থানীয়দের কাছ প্রায় বিকেল চারটায় খবরটি জানতে পেরে আমরা ঘটনাস্থল আসি এবং মরদেহটি উদ্ধার করি। মরদেহটি অর্ধগলিত থাকায় বয়স ও তাঁকে চেনার উপায় নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং ময়না তদন্তের পর রিপোর্ট আসলে এই মরদেহটির আসল রহস্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে রহস্য উদঘাটনে পুলিশ ব্রুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা কারন খতিয়ে দেখছেন। এঘটনায় এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version