মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে পিছনে থাকা দ্রুত গতির ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোটর সাইকেলের আরোহী আনোয়ার জাহিদ মিলন (৩৫) নামের মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে ৷এ ঘটনায় তার সঙ্গে পিছনে থাকা অপর আরোহী নিহতের বন্ধু মামুন (৩৬) গুরুতর আহত হয়েছে।
নিহত আনোয়ার জাহিদ মিলন গাইবান্ধা জেলার খাদুল্লাপুর গ্রামের সোবাহানের ছেলে ও আহত মামুন একই এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
গত ১৬ জুলাই শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে শেরপুর উপজেলার ( ঢাকা-বগুড়া) মহাসড়কের কাঁঠালতোলা নামক স্থানে ঘটনাটি ঘটে |
জানাযায়, চাকুরীর সুবাদে তারা ঢাকায় থাকতেন ৷ সামনে কোরবানির ঈদ উপলক্ষে কর্মস্থল থেকে ঈদের ছুটি পেয়ে মোটর সাইকেল নিয়ে দুই বন্ধু পরিবারের সাথে ঈদ পালন করার জন্য ঢাকা থেকে গাইবান্ধা উদ্দেশ্যে রওনা হয় ৷
শেরপুর উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের কাঠালতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু রাস্তার মাঝে ছিটকে পড়ে যায় ৷
দ্রুত বন্ধু মামুন সড়ে যেতে পারলেও মিলন সড়তে না পারায় পিছনে থাকা দ্রুতগামী ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷ স্থানীয়রা আহত মামনুকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে ৷
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, খরর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment