মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন ১০ জন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন বগুড়া জেলার এবং অপর দুইজন অন্য জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জন রোগী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫২৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৪৬ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১ জন। করোনায় মারা গেছেন ৪৯১ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪ জন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment