আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- উপজেলার নলছিটি পৌর এলাকার জেলে পাড়া এলাকার শ্রী খোকন দাসের ছেলে শ্রী ঝন্টু দাস (২০) পূর্ব মালিপুরের মো.আলমগীর হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান(২৭) ও দপদপিয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের কালাম সিকদারের ছেলে মো. শাওন সিকদার (২০)।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই মো. ইউসুফ আলীর নেতৃত্বে ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নলছিটি থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
নলছিটি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) এইচ এম মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে সবাইকে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে।