কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাটারি চালিত অটো রিকশার ধাক্কায় লামিয়া আক্তার (৫) নামে এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার কলমাকান্দা-সিধলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লামিয়া উপজেলার মৌতল গ্রামের সাইদুলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা-সিধলী সড়কের বাড়ির নিকটে লামিয়া দাঁড়িয়ে ছিল। ব্যাটারি চালিত অটো রিকশাটি যাত্রী নিয়ে সিধলী থেকে পাবই মোড়ে দিকে যাচ্ছিল। সন্ধ্যার আগে রাস্তায় দাঁড়ানো লামিয়াকে ধাক্কা দেয় অটো রিকশাটি। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমি করিম মৌরি জানান, হাসপাতালে আনার পূর্বে শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অটো রিকশা জব্দ এবং এর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।