কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এলবার্ট দাস (২৭) নামে এক ব্যাটারি চালিত অটো রিকশা চালক নিজ ঘরে কীটনাশক পানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার পৌর শহরের ঘোড়াইত এলাকার নয়ন দাসের ছেলে। ছয় মাস বয়সি এক ছেলে সন্তানের জনক এলবার্ট প্রায় সময়ই নেশা করতো স্থানীয়ভাবে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এলবার্টের মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় দুর্গাপুর থানা পুলিশ। এরআগে গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতের বাবা নয়ন দাস জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটো চালিয়ে বাসায় আসে এলবার্ট। এ সময় সে নেশা গ্রস্থ ছিল। কিছুক্ষণ পর গাছে দেয়ার বিষের গন্ধ ছড়িয়ে পড়লে ঘরে ঢুকে দেখি সে বিছানায় পড়ে রয়েছে। পরে ডাক-চিৎকারে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক এলবার্টকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানা ওসি মো. শাহনুর-এ আলম জানান, এলবার্টের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাতেই পুলিশ হেফাজতে আনা হয়। আজ (বুধবার) ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।