আগামী বৃহস্পতিবার থেকে আকাশপথের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। সিভিল এভিয়েশন জানিয়েছে, আগামী ১৫ জুলাই সকাল ৬টা থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ জুলাই হতে প্রতিদিন অভ্যন্তরীণ রুটে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে।
বিমান জানিয়েছে, চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, কক্সবাজারে ২টি, যশোরে ২টি, সিলেটে ২টি, রাজশাহী এবং বরিশালে ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।
বেসরকারি আকাশ পরিবহন সংস্থা নভোএয়ার অভ্যন্তরীণ ৭ রুটে প্রতিদিন ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬টি, যশোরে ৬টি, বরিশালে ৪টি, সিলেটে ৩টি, রাজশাহীতে ৩টি এবং কক্সবাজারে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে।
ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ১৫ জুলাই থেকে চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ২টি, সৈযদপুরে ৭টি, যশোরে ৬টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স।