মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার শিমুলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় সেলিম আহমেদ (৩০) নামে একজন কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী জেলার পাঁচবিবি পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার আনিছুর রহমানের ছেলে।
নিহতের স্বজন সুত্রে জানা যায়, ব্যাবসায়ী কাজে কালাই উপজেলার শিমুলতলী আরবি কোল্ড ষ্টোর আসেন সেলিম আহমেদ। মহাসড়কের রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা দুই ট্রাক ওভারটেক করার সময় সেলিমকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয় তিনি।