গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( বশেমুরবিপ্রবি ) শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ ১৩ জুলাই ( মঙ্গলবার) কোভিড টেস্টের নমুনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উদ্বোধন করা হয়েছে।
গোপালগঞ্জে অবস্হানরত শিক্ষার্থীদের বাড়ি পৌঁছাবার জন্য বাস দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কারনে বাড়ি ফেরার আগে করোনা টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।যাতে করোনা ভাইরাস সনাক্ত করা যায়। আজকে প্রায় ১০৬ জনের নমুনা টেস্ট করানো হয়েছিল তাতে তিন জনের করোনা পজিটিভ এসেছে। নমুনা টেস্টের মাধ্যমে শুধুমাত্র যাদের করোনা নেগেটিভ আসবে তারাই বাসে করে গন্তব্যে স্হানে পৌঁছাতে পারবে। কেননা বর্তমানে করোনার বিস্তার সারাদেশে অনেক বেড়ে গেছে। যাতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা নিজ বাড়ি গিয়ে নিজে সুস্হ থাকতে পারে পাশাপাশি পরিবারকে ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা রাখতে পারে।সেই উদ্দেশ্যে করেই করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ইতিমধ্যে গোপালগঞ্জে অবস্হানরত শিক্ষার্থীদের তালিকা সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। সেই তালিকা থেকেই আজ থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন প্রায় ১৫০ জনের নমুনা টেস্ট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করানো হবে।