আরিফুর রহমান, নলছিটি:
প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঝালকাঠির নলছিটিতে দশ ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের ১২০ জনের মধ্যে ১১৮ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহণ করেছেন। একজন মৃত্যুবরন ও একজন অসুস্থ থাকায় শপথ গ্রহণ করতে পারেনি।
মঙ্গলবার (১৩ জুলাই) বেলায় সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার। প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাংলাদেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান, সহকারী কমিশনার ভূমি মো. সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম,জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী সহ উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শুরুতে আমির হোসেন আমু এমপির মাতার মৃত্যুবার্ষিকী ও রানা পাশা ইউনিয়নের ইউপি সদস্যের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।