জসিম উদ্দীন, কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি :
বৃহত্তর ময়মনসিংহের সেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প প্লাস ময়মনসিংহে’ এর সহ-সভাপতি এবং টিম আলী ইউসুফ সদস্য অলক সরকার করোণায় আক্রান্ত।
অলক সরকার ময়মনসিংহ সদরে টিম আলী ইউসুফ এর সাথে এই পর্যন্ত প্রায় অর্ধশত করোণা পজেটিভ লাশ দাফন ও সৎকার করেছে, নিয়মিত রক্তদান সাথে জড়িত ১৫ তম রক্তদান সফল করেছে , অজ্ঞাত অসুস্থ মানুষদের হাসপাতালে ভর্তিসহ সমাজের নানান সেবামূলক কাজে সার্বক্ষণিক মাঠে রয়েছে। মরণোত্তর চক্ষুদান করেছে।
অলক সহ টিম আলী ইউসুফ এর সহকর্মীরা
আজ সন্ধায় তার শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দিলে নমুনা নিয়ে টেষ্ট করলে তার করোণা পজিটিভ আসে।
অলক সরকার জানায়, তার কথা বলতে সমস্যা হচ্ছে, স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছি না, আমি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া /আর্শীবাদ চাই।
অলক সরকার নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা সদরে চানপুর এলাকার বাসিন্দা। সে পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক বিভাগ থেকে চার বছরের কোর্স সম্পন্ন করে, বর্তমানে সে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করছেন।
অলক সরকার তার নিজস্ব ফেসবুক ওয়ালে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
তার সহকর্মী ও শুভাকাঙ্খীরা জানাই অত্যন্ত মেধাবী ভদ্র মানুষ সে তার বাবা মারা যায় ৮ বছর আগে সংসারে ‘মা’ দাদা কে নিয়ে ছোট পরিবারে থাকে অলক। সংসারের ভরণপোষণ দাদা করে এখন, তার পাশাপাশি অলক শেষ্ঠ করোণাযোদ্ধা।