তরণী কান্ত সুমন,রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্প বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষ্যে প্রকল্প পরিদর্শন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। শনিবার বিকেল ৬টায় উপজেলার ইকরচালী ইউনিয়নে অবস্থিত প্রকল্প পরিদর্শন করে সুবিধাভোগীদের সমস্যার কথা শোনেন তিনি। এসময় উক্ত প্রকল্পের সুবিধাভোগীরা সকলেই টিউবওয়েল সংকটের কথা জানান জেলা প্রশাসককে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-২ প্রকল্প। এ প্রকল্পে উপজেলার ইকরচালী ইউনিয়নের লক্ষিপুর ওয়ার্ডের দীঘিরপার খাস জমিতে ভূমিহীন ২২টি পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এনে একটি করে ঘর উপহার দেওয়া হয়। আজ শনিবার ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষ্যে জেলা প্রশাসক মহোদয় ওই এলাকা পরিদর্শন করেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। এ সময় প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক আসিব আহসানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ইউপি সদস্য মিলন মিয়া, আওয়ামীলীগ নেতা ইদ্রিস উদ্দিন প্রমুখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment