টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে ইতালির শেষের নায়ক হয়ে যান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।
স্বাগতিক ইংল্যান্ডকে এই টাইব্রেকারে হারিয়েই ৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে মানচিনির ইতালি।
অর্থাৎ ফুটবল ‘হোমে’ নয় ‘রোমে’ ফিরলো।
রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি। রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থেকে যায়। ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে জিতে শিরোপা জিতে নেয় ইতালি।
দোন্নারুমার এই দুর্দান্ত পারফরম্যান্স ও পুরো আসরে আসাধারণ সাফল্যের কারণে তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত করা হয়। যেখানে প্রথম কোনো গোলরক্ষক হিসেবে এই পুরস্কার জিতে বাজিমান করলেন এসি মিলান তারকা।
ইউরোর এই আসরে মাত্র ৪টি গোল হজম করেছেন দোন্নারুমা। এক ম্যাচে কখনো দুটি গোল তাকে ফাঁকি দিতে পারেনি।