এবি হান্নান, ভোলা :
গভীর রাতে পাশ্ববর্তী ভাতিজীকে ধর্ষণ করতে গিয়ে ভিক্টিমের দায়ের কোপে রক্তাক্ত হওয়া অভিযুক্ত ধর্ষক ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের কালু খালাসির ছেলে স্থানীয় হাওলাদার বাজারের ডেকোরেটর ব্যবসায়ি সিদ্দিক খালাসির দৌঁড়ঝাপ শুরু হয়েছে। সংবাদ প্রকাশের পর একাধিক রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় মোড়লদের দিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য উঠেপড়ে লেগেছেন সিদ্দিক।
এর আগে গত ৭ জুলাই জাতীয় এবং স্থানীয় একাধিক গণমাধ্যমে অভিযুক্তের ধর্ষণের সংবাদটি প্রকাশিত হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর একের পর এক বেড়িয়ে আসে সিদ্দিকের অপকর্মের তথ্য। এছাড়াও প্রায় ৫ বছর আগে একই ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামে একই ঘটনা ঘটিয়ে শাস্তিও পেয়েছিলেন সিদ্দিক। যা নিয়ে গত ৮ জুলাই আরেকটি প্রতিবেদন রিপোর্টও করা হয়।
সিদ্দিকের এতসব অপকর্ম ফাঁস হওয়ার পর পাঙ্গাশিয়া গ্রাম জুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। স্থানীয় অনেকেই জানান, ছোটবেলা থেকেই সিদ্দিকের স্বভাব-চরিত্র ভালো না। সে স্থানীয় অনেক মেয়েদেরকেই প্রায় সময়ই উত্যক্ত করে আসছে।
গত ৭ জুলাই সংবাদ প্রকাশের পর স্থানীয় একাধিক রাজনৈতিক ও মোড়লদের দিয়ে একাধিক গণমাধ্যমকর্মীদের কাছে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান। এমনকি ঘটনাটি অন্যভাবে প্রবাহিত করতে ভোলার মিডিয়া পাড়ায়ও দৌঁড়ঝাপ শুরু করেছেন অভিযুক্ত ধর্ষক সিদ্দিক খালাসি।