দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দেশব্যাপী দ্বিতীয় বারের মত করোনাভাইরাস, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবপূর্ণ অবস্থা দেখা দেওয়ায় সরকার কর্তৃক চলমান লকডাউন ঘোষণা দেওয়া হলে কর্মহীন হয়ে পরেছে দিন মজুর শ্রমিক সহ সাধারণ মানুষজনেরা। লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষজনের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার তুলে দিচ্ছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। তারি ধারাবাহিকথায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ ৬ই জুলাই মঙ্গলবার প্রায় ৩’শত কর্মহীন পরিবারের লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের হল রুমে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপহার হিসেবে প্রত্যেকের হাতে ১০কেজি চাল, ডাল, তেল , চিনি, আলু, লবন , সেমাই, সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসব উপহার সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান (বিপিএম), সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, এনডিসি রিফাতুল হক, সহকারী কমিশনার শাহরিয়ার প্রমুখ। ত্রাণ সহায়তা বিতরণ কালে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন করোনা কালীনসময়ে কর্মহীন বিভিন্ন এলাকার ৩’শ শ্রমজীবি পরিবার কে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবং এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমাদের হাতে পর্যাপ্ত পরিমান ত্রাণ মজুত রয়েছে। ইতিমধ্যেই আরো কিছু বরাদ্দ প্রদান করা হয়েছে। শুধু করোনার জন্য নয় প্রাকৃতিক দূর্যোগ বন্যা আক্রান্ত হন তাদের ও সাহায়্যের আওতায় আনা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version