কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণে প্রতিবন্ধী এক কিশোরী (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত আছির (১৬) উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার নিজ বাড়িতে গ্রেপ্তারের পরে দুপুরে জেলা আদালতে প্রেরণ করেন পুলিশ। আছির উদ্দিন জেলার খালিয়াজুরী উপজেলার বোয়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে।
মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, ভিকটিমের মায়ের করা মামলায় আছির উদ্দিনকে গ্রেপ্তার করে আজ (মঙ্গলবার) দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
এর আগে অভিযুক্ত আছির উদ্দিন মদন উপজেলায় মাঘান পশ্চিমপাড়া গ্রামে মামা রফিকুলের বাড়িতে বসবাসের সুবাধে প্রতিবেশী প্রতিবন্ধী কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একাধিকবার শারিরীক সম্পর্কে এক পর্যায়ে কিশোরীর দেহে পরিবর্তন দেখা যায়। বিষয়টি সন্দেহ হলে পরিবারের লোকজন ভিকটিমকে চিকিৎসকের কাছে নিয়ে আসেন।
গত ১৮ জুন চিকিৎসক নাদিয়া নাসরিনের আল্ট্রা সনোগ্রাম রির্পোটে আসে চব্বিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা কিশোরী। পরে গত ২৪ জুন (বৃহস্পতিবার) ভিকটিমের মা বাদী হয়ে আছির উদ্দিনসহ তিনজনকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।