জসিম উদ্দীন, কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি :
২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৪০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে পরিষদের হলরুমে এ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান ও তাহেরা খাতুন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এই সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।