৪ জুলাই রবিবার জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
এর আগে গত ৩ দিনে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানের সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধি-নিষধ অমান্য করায় দায়ে জড়িমানা আদায় করা হয় । এরমধ্যে প্রথম দিন বৃহস্পতিবার ৪৭টি মামলায় জরিমানা করা হয় ২৬ হাজার ২৫০ টাকা ও দ্বিতীয় দিন শুক্রবার দুপুর পর্যন্ত ৭২ টি মামলায় ২৬ হাজার ৯৫০ টাকা , তৃতীয় দিনে ১৮ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯০ মামলায় ৬২৯০০ টাকা জরিমানা করা হয়।