তানভীর আহমেদ: তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা, যানবাহন পরিচালনা করায় এবং মাস্ক পরিধান না করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন বাজারে ও সড়কে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।
শুক্রবার (০২ জুলাই) মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাহিরপুর সদর বাজার, আনোয়ারপুর, বিন্নাকুলি, লাউরেরগড় সহ অন্যান্য বাজার এবং সড়কে ১১টি মামলায় মোট ১,৮০০ টাকা (১১ জনকে) জরিমানা করা হয়। এসময় তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ তরফদার সহ পুলিশ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, সরকারী বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারে ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।