টিকা নিতে নিবন্ধনের নির্দেশ ইবি শিক্ষার্থীদের
ইবি প্রতিনিধি-
সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে পারবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এজন্য দ্রুত সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (০২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে (সঠিক এনআইডি নম্বর সহ) ইউজিসি থেকে প্রেরিত পত্র মোতাবেক সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের টিকা সংক্রান্ত ফরম যেসব শিক্ষার্থী পুরণ করেছে তাদেরও অ্যাপে নিবন্ধন করতে হবে বলে অফিস আদেশে নির্দেশ দেওয়া হয়।