মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া থানাধীন চর ভাট পাড়া কালভার্টের পাশ,থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। ২৯ জুন বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ১,মো: সুজন খান(২৪) ২,মো: আরমান খান (১৯) ৩,মো: ফারুক (১৯) নামে ওই ৩ যুবক কে ৭০০ পিচ ইয়াবা ও ২৭০০ টাকা সহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে এস আই মাসুদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ এস আই মাহাফুজ,এ এস আই বাচ্চু এর সহযোগিতায় করফার চর থেকে ১,মো: সুজন খান(২৪) ২,মো: আরমান খান (১৯) ৩,মো: ফারুক (১৯) নামে ওই ৩ যুবক কে ৭০০ পিচ ইয়াবা ও ২৭০০ টাকা সহ আটক করা হয়। গ্রেফতারকৃত ১, মোঃ সুজন খান (২৪) উপজেলার চর করফা গ্রামের খানজাহান আলীর ছেলে,২,মোঃ আরমান খান ( ১৯) উপজেলার চর করফা গ্রামের জাহাঙ্গীর খান এর ছেলে ৩,মোঃ ফারুক কক্সবাজার জেলার টেকনাফ থানার, কিংমোংখালি গ্রামের জাফর আলীর ছেলে।
এ বিষয়ে লোহাগড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন আটককৃত ৩ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।