প্রতিবছর পহেলা বৈশাখ উদযাপন মঞ্চে নতুন কমিটি প্রকাশ হলেও গতবছর মহামারী করোনার জন্য স্থগিত রাখা হয়। এবছরও পহেলা বৈশাখে করোনার প্রাদুর্ভাব বাড়ায় এবং সরকারি বন্ধ থাকায় পহেলা বৈশাখে কমিটির আত্মপ্রকাশ করা সম্ভব হয়নি।
তবে এমসি কলেজের ১২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনার সভাপতি টিপু শিকদার স্বাক্ষরিত (২৭ জুন) নতুন কমিটির অনুমোদন দেন অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।
ইমরান ইমন সভাপতি, পল্লবী দাশ মৌ সাধারণ সম্পাদক ও সায়েম আহমদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে (২০২১-২২) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
এক বছর মেয়াদী কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি অয়ন পাল অপু, অরণী জাহান আবিরা, সহ-সাধারণ সম্পাদক রাফসান রহমান, মোস্তাক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদা চৌধুরী সানি, কামরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক ফাল্গুনী চৌধুরী ঐশী, সহ-সাংস্কৃতিক সম্পাদক সম্মিতা দত্ত চৈতী, স্বপ্নীল চৌধুরী, অর্থ সম্পাদক শাহ রাকিবুল হাসান রাফি, সহ-অর্থ সম্পাদক রায়হান আহমদ তুষার, দপ্তর সম্পাদক দীপন তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার পাশা হৃদয়, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ রাকিব, সহ-প্রচার সম্পাদক তাহিন আহমদ, সাহিত্য সম্পাদক মনীষা রানী দাস, সহ-সাহিত্য সম্পাদক শ্রীবাস দাস, মহিলা বিষয়ক সম্পাদক মৌমিতা দেব চৈতী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মৌলি চক্রবর্ত্তী, কার্যকরী সদস্য ছাদিকুর রহমান নয়ন, ইমু চৌধুরী ও মো. আজমল হোসাইন সামি।
কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য হিসেবে আছেন এমএইচবি শাহরিয়ার, সৌরভ পাল, জয়শ্রী দাস জয়া, আন্নামা চৌধুরী, সাজ্জাদ হোসেন সোহাগ, রাজীব চন্দ্র বৈষ্ণব, সুষমা সিংহ ও মো. রেজওয়ান আহমদ।
কার্যকরী পরিষদের সাধারণ সদস্য হিসেবে আছেন আশরাফুল আম্বিয়া আশরাফ, দীপা বিশ্বাস, শেখ উবায়দা ইসলাম সাদিয়া, আমিনা আক্তার চৌধুরী, ইছমত আরা প্রিয়া, অলিদ আহমদ নাঈম, চিন্ময় দেব, অমিত পন্ডিত, ইবনে মাসুদ রানা, নিপা রানী দাস, তন্দ্রা কর্মকার রূম্পা, আল আমিন, মোঃ তাহনিক রহমান ও দেবাংশু ভট্টাচার্য রক্তিম।
এছাড়াও সদ্য বিদায়ী কমিটির দুই সহ-সভাপতি মেহেদী হাসান সুজন ও জান্নাতুল ফেরদৌস মৌকে অনবদ্য সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, ‘হৃদয়ের টানে’ স্লোগানকে সামনে রেখে ২০০৭ সালে এমসি কলেজে একঝাঁক তরুণের চেষ্টায় যাত্রা শুরু করে মোহনা সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে শুদ্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত।