নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ তরুণ প্রজম্মের কন্ঠশিল্পী, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান ইউসূফ আলীর “আর কত পূড়াবী” শিরোনামে নতুন ১টি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে সম্প্রতি।
উপজেলার বেকড়া গ্রামের কৃতি সন্তান ইউসূফ আলীর গাওয়া “আর কত পূড়াবী” এম ভিডিও ভিসন এর ব্যানারে এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন জলিল মাহমুদ। গানিটির লেখক ও পরিচালক একই উপজেলার ধুবড়িয়া গ্রামের আরেক কৃতি সন্তান পরিচালক মাজেদ প্রধান।
অল্প কিছুদিনের ব্যবধানে জনপ্রিয় গানটির সম্পর্কে পরিচালক মাজেদ প্রধান বলেন, এম ভিডিও ভিসন বরাবরই ভাল কিছু উপহার দিয়ে আসছে। এবারও আমরা আশা করি গানটি সবার ভাল লাগবে।