ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীকে আটক করল পুলিশ। মঙ্গলবার তাকে আটক করে দেশটির উত্তরপ্রদেশ পুলিশ।
টুইটারে বিকৃত মানচিত্র প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেজন্যই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। খবর এএনআই ও আনন্দবাজারের।
বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।
ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ। এরপরই আটক করা হল তাকে।