সাম্প্রতিক বছর গুলোতে তিন ফর্মেট মিলিয়ে ৩২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে (২০১৩ সালের পর থেকে), সে হিসেবে বাংলাদেশের সবচেয়ে চেনা প্রতিপক্ষই জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাদের বিপক্ষে নিয়মিতই দ্বিপাক্ষিক সিরিজ খেললেও সবগুলোই অনুষ্ঠিত হয়েছে টাইগারদের ঘরের মাঠে।
২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিলো টাইগাররা, দীর্ঘ ৮ বছর বিরতি দিয়ে আবারও জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এবারের সফরে ১ টেস্টের পাশাপাশি ৩ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল, ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে মাঠে গড়াবে সিরিজটি।
তবে ৩ দফায় জিম্বাবুয়ে যাচ্ছে টাইগাররা, প্রথম দফায় শুধুমাত্র টেস্ট স্কোয়াডে থাকা ১৮ ক্রিকেটারের ১৭ জন ভোরে দেশ ছেড়েছেন। এর মধ্যে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকা হয়ে সরাসরি জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দিবেন, শেষ মুহুর্তে টেস্ট দলে প্রায় দেড় বছর পর দলে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
৯ জুলাই দ্বিতীয় দফায় দেশ ছাড়বে ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা, টেস্ট স্কোয়াডের বাহিরেও যারা ওয়ানডেতে সুযোগ পেয়েছেন এই দফায় তারা জিম্বাবুয়ে যাবেন। টি-টোয়েন্টি দলের বাকি সদস্যরা দেশ ছাড়বেন ১৬ জুলাই, ছুটিতে থাকা কোচিং স্টাফের সদস্যরা নিজ নিজ দেশ থেকে সরাসরি জিম্বাবুয়েতে যোগ দিবেন।
স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া শ্রীলঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ টেস্ট দলের সাথে ভ্রমণের মাঝপথেই যোগ দিবেন, কাতারে বাংলাদেশের ট্রানজিটের সময় দলের সাথে যোগ দেওয়ার কথা আছে তার।
জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম।