কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় নদীতে নিখোঁজের পরের দিন রবিন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিহতের নিজ বাড়ি পেছনের মগড়া নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
রবিন উপজেলার সদর ইউনিয়নের পরশখিলা গ্রামের তাজ্জুত মিয়ার ছেলে এবং সে আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
উদ্ধার বিষয়টির সত্যতা নিশ্চিত করে মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, ঘটনাস্থলে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ প্রাপ্তি ও উর্ধ্বতনের নির্দেশানুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
এরআগে গত সোমবার দুপুর দেড়টার দিকে রবিন বন্ধুদের সাথে নিজ বাড়ির পেছনে মগড়া নদীতে গোসলে করতে নামে। বর্ষা মৌসুমে নদীতে স্রোত কিছুটা বেশি থাকায় নদীতে তলিয়ে যায় সে। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় খোঁজাখুজি করে রবিনের সন্ধান না পেয়ে মদন সার্ভিস খবর দেয়া হয়।
পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি সোমবার রাতে তিন ঘন্টা উদ্ধার তৎপরতা চালায়। পরে আজ (মঙ্গলবার) সকালে তাদের তৎপরতায় সকাল সাড়ে ৯টার দিকে রবিনের মৃতদেহ উদ্ধার করে ওই ডুবুরি দলটি।