দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ঠিকমতো কাজ না করেই হতদরিদ্রদের কাজের (ইজপিপি) টাকা উত্তোলনের ফাইলে জোর করে স্বাক্ষর নিতে সংশ্লিষ্ট কর্মকর্তার অফিসের আসবাবপত্র ভাংচুর করার অভিযোগ উঠেছে মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ওপর।

সোমবার উপজেলার উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তার একটি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান।

উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর অভিযোগে জানা যায়, গত রবিবার মদ্যপ অবস্থায় উপজেলার মাঘান-শিয়াধার ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক অফিসে ঢুকে ইজপিপি’র কাজের ফাইলে স্বাক্ষর নেয়ার জন্য চাপ দেয়। কিন্তু এ প্রকল্পের কাজ ঠিকমতো করা হয়নি। কোন কোন রাস্তা শ্রমিকের বদলে ভ্যাকু দিয়ে মাটি কাটা হয়েছে। ফলে ওই অবৈধ ফাইলে স্বাক্ষর দিতে অসম্মতি জানায়। পরে চেয়ারম্যান অফিসের চেয়ার ভাংচুর করেন। তাতেও রাজি না হওয়াতে নানান ভয়-ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে উপস্থিত থাকা আরেজন চেয়ারম্যান তাকে অফিসের বাহিরে নিয়ে যান।

মাঘান-শিয়াধার ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এ বিষয়ে জানান জানান, অভিযোগ পুরো মিথ্যা ও বানোয়াট। আমি ছিলামই না। কয়েকজন মেম্বার ও ৫নং ইউপির চেয়ারম্যান ছিলেন ওখানে।

মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবাল বলেন, আজ (সোমবার) আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়টি নিয়ে নিন্দাও জানানো হয়েছে।

এ ব্যাপারে ইউএনও আরিফুজ্জামান জানান, বিষয়টি দুঃখজনক। চেয়ারম্যান ও পাট কর্মকর্তা দুজনকে এ বিষয়ে আলোচনার জন্য আসতে বলা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version