কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় পাঁচ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সকলকে সোমবার নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- পশ্চিম ফতেপুর গ্রামের এরশাদ মিয়া (৩৫), মো. নাজিম মিয়া (৪০) ও আলমশ্রী গ্রামের মিলন মিয়া (৪২), সাইদুর রহমান (৪৫), মো. জহির উদ্দিন (২৫)।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে জুয়া খেলা পরিচালনা করে আসছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পশ্চিম ফতেপুর থেকে পাঁচ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়।তাদের সাথে থাকা জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে জানান তিনি।