আরিফুর রহমান, নলছিটি :
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা অনুযায়ী শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন নলছিটির সহকারী কমিশনার ভূমি মো.সাখাওয়াত হোসেন। সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরুপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।
রোববার (২৭ জুন) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মো. সাখাওয়াত হোসেনকে শুদ্ধাচার পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং জেলার সকল ইউএনও উপস্থিত ছিলেন।
জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় মো. সাখাওয়াত হোসেন বলেন – এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরো বেশি উজাড় করে দিতে চাই।
সহকারী কমিশনার ভূমি বলেন-চাকরিজীবনে সরকারি দায়িত্ব পালনের বিপরীতে আমার এই অর্জনে নলছিটিবাসী এবং আমার পরিবারের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক মো. জোহর আলী স্যারকে। তিনি আমাকে যোগ্য মনে করে আজ এই পুরষ্কারের ভূষিত করেছেন।