কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি –
নেত্রকোণার কলমাকান্দায় সুলতান মিয়া (৫৫) নামের এক ব্যক্তির পুকুরে বাল্ব স্থাপন করতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের বাঘবেড় এলাকায় মৃত্যু ঘটে বলে জানায় স্থানীয়রা ।
নিহত সুলতান মিয়া (৫৫ ) নরসিংদী বাবুরহাট উপজেলার আব্দুল রহিমের ১ম ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বাঘবের গ্রামের শ্বশুরবাড়ির পাশেই বসবাস করতেন, ও উপজেলা বিভিন্ন বাজারে গিয়ে থান – কাপড় পাইকারি ও খুচরা বিক্রি করতেন ।
এ ঘটনায় তার স্ত্রী শিরিনা আক্তার আহত হয়েছেন।
শিরিনা আক্তার জানান, বাঘবেড় এলাকার তাদের নিজ বাড়ির পুকুরে বাল্ব স্থাপন করতে গিয়ে তার স্বামী অচেতন হয়ে যায় এতে আমি তাকে উদ্ধার করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আহত হয় আমি ।
এ ঘটনায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।