মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে মটর সাইকেল থেকে পড়ে আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র মোহন্ত (৭৫) নিহত হয়েছেন।
রোববার (২৭ জুন) বিকালে চাঁপাপুর বাজারের অদূরে কড়ই তলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শ্যামল চন্দ্র আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, তিনি রোববার (২৭ জুন) বিকাল ৪টার দিকে গ্রামের এক পরিচিত ব্যক্তির মোটরসাইকেল যোগে চাঁপাপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে অসাবধনতাবশত তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছুক্ষন পর তিনি মারা যান।
চাঁপাপুর ইউপি সদস্য ও নিহত শ্যামল চন্দ্রের ছেলে অলোক মোহন্ত জানান, তার বাবা মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে ভর্তির কিছুক্ষন পর তিনি মারা যান।