বিশ্বকাপ বাছাইয়ের পর কোপা আমেরিকায়ও দুর্দান্ত ছন্দে উড়ছে ব্রাজিল। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে বসে আছে তারা। রবিবার রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে হারলেও দুশ্চিন্তার কিছু নেই সেলেকাওদের। তবে চার ম্যাচেই জয় নিয়ে ফুল মার্কস পেতে চান নেইমার-কাসেমিরোরা।
কিন্তু সেই ম্যাচের আগেই একটা দুঃসংবাদ ভেসে এলো ব্রাজিল শিবিরে। চোটে পড়ে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ সেন্টারব্যাক ফেলিপে মন্তেইরো। প্রথমে চোটকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখেননি ফেলিপে ও ব্রাজিল দলের মেডিকেল টিম। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বোঝা যায় চোটটি বেশ গভীর।
সূত্র: সিএফবি ফুটবল