মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মো: নয়ন শেখ (২৫) নামে এক যুবক কে ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়োলী গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: নয়ন শেখ (২৫) নামে ওই যুবক কে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। আটককৃত মো: নয়ন শেখ (২৫) কালিয়া উপজেলার পেড়োলী গ্রামের মোহাম্মদ রাজা শেখ এর ছেলে।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান, বলেন শনিবার দিবাগত রাতে ইয়াবাসহ একজন কে আটক করেছি ২৭ জুন রোববার সকালে তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।