করোনার (কোভিড-১৯) বিস্তার রোধে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে। এর আগে ৭ জুলাই পর্যন্ত আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এই মেয়াদ বাড়ানো হলো।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরালিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া ও ভিয়েতনাম।
সূত্র: খালিজ টাইমস