দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় একদিনে কোভিড-১৯ শনাক্ত সংখ্যা ২২ জন নারীসহ ৪৮ জন। যা জেলায় চলতি বছরে করোনা শনাক্তের সংখ্যা সর্বোচ্চ। শনিবার (২৬ জুন) দিনগত রাত ১১টার দিকে নেত্রকোনার সিভিল সার্জন তার অফিসিয়াল ফেইসবুক পোষ্ট থেকে ৪৮ জন শনাক্তের তথ্য প্রকাশ করেন।

জানা যায়, বিভিন্ন ল্যাবে প্রেরিত নমুনা আজ (শনিবার) প্রাপ্ত রিপোর্ট থেকে নেত্রকোনা ৪৮ জন শনাক্ত হয়েছে। তারমধ্যে সার্বোচ্চ শনাক্তের হার নেত্রকোনা সদর উপজেলায় ২৮ জন। এদের মধ্যে সাতপাই এলাকায় ১০ জন, দুইজন করে ইসলামপুর, পারলা. কুরপাড় ও জয়নগর এবং একজন করে নাগড়া, কাজী রোড, হরিপুর, মঈনপুর, বারহাট্টা রোড, পুলিশ লাইন, বড় বাজার, চকপাড়া, মোক্তারপাড়া ও শেখ হাসিনা বিশ^বিদ্যালয় রয়েছে। সদরের সবগুলো এলাকা নেত্রকোনা পৌরশহরে অবস্থিত।

জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় সাতজন ও দুর্গাপুর উপজেলায় রয়েছেন ছয়জন। কলমাকান্দায় শনাক্তকৃত এলাকা হচ্ছে- একজন করে উত্তর রানীগাঁও, কৈলাটি, লেংগুরা, দিয়াকান্দা, চানপুর ও কলমাকান্দা শহর এলাকায় দুজন। আর দুর্গাপুরে দুজন করে উৎরাইল ও পাইকুড়া এবং একজন করে সাধুপাড়া ও বিরিশিরি এলাাকার আছেন।

আটপাড়া উপজেলায় বানিয়াজানে দুজন ও একজন করে বিজয়পুর ও স্বল্পশুনই এলাকার। এছাড়া একজন করে মোহনগঞ্জের উপজেলা কৃষি অফিস, বারহাট্টার আমগোয়াইল ও খালিয়াজুরী উপজেলার শালদিঘা এলাকা রয়েছে।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা তার অফিসিয়াল ফেইস বুক পোষ্টে জানান, শনিবার (২৬ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৬২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ছয়জনের।

এছাড়া জেলায় আটজনের ‘জিন এক্সপার্ট কোভিড-১৯’ টেষ্টে শনাক্তকৃত তিনজন ও ‘কোভিড-১৯ র‌্যাপিড এন্টিজেন’ টেষ্ট করা হয়েছে ৭২ জনের মধ্যে শনাক্তকৃত ৩৪ জন। শনাক্তকৃত ৪৮ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ২২ জন রয়েছে ওই পোষ্টে এসব তথ্য দেয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version