টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে।
শনিবার দুপুরের পর এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৯ সালে স্পিন বোলিং কোচ পদে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু কিউই স্পিনার খণ্ডকালীন দায়িত্বই পালন করেছেন। তার সঙ্গে চুক্তিই ছিল, তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ১০০ দিন কাজ করবেন। কাজের হিসাবে তার বেতনও ছিল অনেক বেশি।
কিন্তু ভেট্টোরিকে খুব একটা পায়নি বাংলাদেশের ক্রিকেট। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছিল এর পেছনে বড় একটা বাধা। গত মার্চে নিউজিল্যান্ড সফরে ভেট্টোরি বাংলাদেশ দলের সঙ্গে শেষবারের মতো কাজ করেছেন। করোনাকালে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসা-যাওয়ার সমস্যার কারণে ভেট্টোরির সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি।