দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সম্প্রতি ময়মনসিংহ শহরের কয়েকটি এলাকায় লকডাউন ঘোষনার পরিপ্রেক্ষিতে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান সব ধরণের আভ্যন্তরীন পরীক্ষা বন্ধ করে দেয়া হয় । এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে । বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষার্থীরা ।

গত ২৪ জুন জেলা প্রশাসন কর্তৃক ময়মনসিংহ শহরের ১১ এলাকায় লকডাউন ঘোষনা করে । এর পরপরই সব ধরণের আভ্যন্তরীন পরীক্ষা আগামী ০১.০৭.২০২১ পর্যন্ত বন্ধ করে একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় । গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানা যায় ।

উল্ল্যেখ্য, গত ০২ জুন বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তক্রমে , গত ১৩ জুন থেকে বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষাগুলো সশরীরে শুরু হয় । এছাড়াও কয়েকটি বিভাগে চলছিল পরীক্ষা নেয়ার প্রস্ততি । এর মধ্যেই গত ২৪ জুন হঠাৎ করে পরীক্ষা বন্ধের প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

সশরীরে পরীক্ষা দেয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য শিক্ষার্থী ঝুঁকি নিয়ে ক্যাম্পাসে এসেছে । পরীক্ষা চলাকালীন সময়ে আবাসিক হল খোলার অনুমতি না থাকায় অনেক শিক্ষার্থী হল থেকে তাদের ব্যবহৃত জিনিসপত্র নামিয়ে মেস ভাড়া করেছে ।অনেককে অগ্ৰিম মেসভাড়াও গুণতে হয়েছে । হঠাৎ করে পরীক্ষা বন্ধ করায় বিপাকে পড়েছে এই সকল শিক্ষার্থীরা ।

বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোঃ আরাফাত রহমান বলেন , ‘ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন সার্ভিস আছে । একটু চেষ্টা করলেই পরীক্ষা চালু রাখা যেতো । বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি ।’

ইতোমধ্যেই সারাদেশে শাটডাউনের গুঞ্জন শোনা যাচ্ছে । এ সম্পর্ক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন,’সারাদেশে শাটডাউনের ঘোষনা আসলে সেই সময়েও স্থগিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সব ধরণের পরীক্ষা।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version