কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহর আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে উপজেলার পৌরশহর থেকে শহর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। শহর আলী উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, শহর আলীর নামে তিনটি মাদক ও একটি চুরি মামলাসহ চারটি মামলা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, প্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।