কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধলাই নদীতে ডুবে মো. রিয়াজ (৫) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শিশুটির লাশ উদ্ধার করে। নিহত শিশু রিয়াজ উপজেলার সুয়াইর গ্রামের রহিস উদ্দিনের ছেলে।
সুয়াইর গ্রামের জুয়েল আজিজ চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিহতের বাড়ির সামনে নদীর পাড়ে থাকা একটি গাছে উঠে খেলা করার সময় হঠাৎ নদীতে পড়ে যায় রিয়াজ। তার খেলার সাথীরা বাড়িতে শিশুটির বাড়িতে খবর জানালে পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে খুঁজতে থাকেন। সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অনেক খোঁজাখঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে রিয়াজের লাশ উদ্ধার করে।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের স্টেশন মাস্টার মো. মকবুল হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
মোহনগঞ্জ থানার মো. রাশেদুল হাসান জানান এ ঘটনায় বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।