কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলায় সড়কের পাশে আকাশমণি গাছে সাথে নুর মুহাম্মদ ছোট্ট মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার বটতলা এলাকায় সড়কের পাশে এশার নামাজের পর স্থানীয়রা বৃদ্ধকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত বৃদ্ধ নুর মুহাম্মদ ছোট্ট মিয়া একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বৃদ্ধ ছোট্ট মিয়া গত দুই-তিন আগে একই ইউনিয়নের গৌরীপুরে গ্রামের তার মেয়ে সামছুন্নাহারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। ছোট্ট মিয়ার নাতি তা দেখে ফেললে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন দঁড়ি কেটে দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। পরে সেখান থেকে নিজ বাড়িতে ফিরে আসেন ছোট্ট মিয়া।
বৃহস্পতিবার রাত অনুমান এশার নামাজের পর নিজ গ্রামের বটতলা সড়কের পাশে আকাশমণি গাছের সাথে ছোট্ট মিয়াকে ঝূলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানায়। মৃতের বাড়িতে বৃদ্ধ ছোট্ট মিয়াকে দেখভালের কোন সদস্য ছিলেন না। এই নিয়ে ছোট্ট মিয়া মানসিকভাবে চিন্তাগ্রস্থ ছিলেন জানান ওই ইউপি মেম্বার।
কলমাকান্দার থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাস্থল সীমান্ত এলাকায় হওয়াতে পৌঁছাতে একটু সময় লেগেছে। মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।