কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শাহারা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের চাঁনকোণা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শাহারা ওই এলাকার জাকির হোসেনের (লতিব) মেয়ে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শাহারা বাড়ির পাশের পুকুর পাড়ে বসে খেলা করছিল। কিছু সময় পর তাকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায় তার বাবা জাকির হোসেন শাহারাকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাক-চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শাহারাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।