জসুম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণায় কলমাকান্দা থানা পুলিশ ২৪ ঘন্টা বিশেষ অভিযানে (৪৫) পঁয়তাল্লিশ পিচ ইয়াবা মাদক সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ।
২৩ জুন (বুধবার) কলমাকান্দা থানার এস আই (নিঃ)মোঃ সুলতান আহম্মেদ সংগীয় অফিসার ফোর্স সহ বিগত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযানে ৪৫ (পঁয়তাল্লিশ) পিচ ইয়ারা সহ ২ জন ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে ৷
এঘটনায় কলমাকান্দা থানায় মাদক আইনে মামলা হয়েছে৷
ঘটনাটি কলামাকান্দার থানার অফিসার্জ ইনচার্জ, মোহাম্মদ আব্দুল আহাদ খান তার ও সি কলমাকান্দা ফেইসবুক আইডি এক বিজ্ঞপতি একথা জানিয়েছে ৷
আটক আসামীরা একজন হলো সুনামগঞ্জ জেলার মধ্যণগর উপজেলার অন্তপুর গ্রামে মৃত মকবুল হোসেন এর ছেলে এমদাদুল হক আন্জু (৪০)তিনি কলমাকান্দা সদরের পূর্ববাজার এলাকায় এপি আলতু মিয়া বাড়িতে ভাড়া থাকতেন, অন্যজন হলো কলমাকান্দা উপজেলার চানপুর এলাকার জয়নাল মিয়া ছেলে সুলতান মিয়া (৪২) কে ৪৫(পয়াতাল্লিশ) পিচ ইয়াবা সহ তাদের দুইজনকে বিশেষ অভিজানের গ্রেফতার করা হয়।
এঘটনায় কলমাকান্দা থানার ও সি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানিয়েছেন, তাদের দুই জনের বিরুদ্ধ মামলা করা হয়েছে, তাদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হইয়াছে।