জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বীর সিধলী গ্রামের বুধবার ভোররাতে গলায় ওড়না পেঁচিয়ে ফারজান আক্তার ইজা (১৫) নামক এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বীর সিধলী গ্রামের মৃত রতন মিয়া ওরফে ওয়াজেদ খানের মেয়ে ফারজানা আক্তার (ইজা) ২৩জুন (বুধবার) ভোররাতে বাড়ির গোহাল ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
ইজা সিধলী মিতালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী, সকালে পরিবারের লোকজন ইজাকে গোহাল করে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে, ময়নাতদন্তের জন্য লাশকে নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কি কারনে তরুণী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে এ ব্যাপারে থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।